ওয়েব ডেস্ক: সালটা ১৯৯৯। মে মাসের ৩ তারিখ এলওসিতে (LoC) হামলা চালায় পাকিস্তানি সেনা। কারগিলে শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ (India-Pakistan War)। ২ মাস ৩ সপ্তাহ ২ দিন ধরে চলেছিল এই সংঘাত। অবশেষে ২৬ জুলাই ভারতীয় সেনা (Indian Army) এই যুদ্ধে জয়লাভ করে। আজ সেই দিন। ২৬তম কারগিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)। এই বিশেষ দিনে শহীদ সেনাদের শ্রদ্ধা জানালেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান (CDS General Anil Chauhan)।
কারগিল বিজয় দিবসে দেশের বীর সৈনিকদের কথা উল্লেখ করে জেনারেল চৌহান বলেন, “শত্রুরা উঁচু পর্বতশৃঙ্গে শক্ত ঘাঁটি তৈরি করে সুবিধাজনক অবস্থানে ছিল। তবে তাতে আমাদের সেনারা দমে যাননি। জওয়ানরা বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, প্রায় উল্লম্ব পাহাড় বেয়ে উঠেছিলেন। সমস্ত ভয় কাটিয়ে বীরের মতো তাঁরা কারগিল থেকে শত্রুদের হটিয়ে আমাদের দেশের মাটি দেশে ফিরিয়ে এনেছিলেন।”
আরও পড়ুন: জঙ্গি নেতা সালাউদ্দিনকে ফেরার ঘোষণা কাশ্মীর আদালতের
এর পাশাপাশি জেনারেল চৌহান পাকিস্তানকে (Pakistan) ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “কারগিল বিজয় দিবস পাকিস্তানের বিশ্বাসঘাতকতার তিক্ত সত্যকে মনে করিয়ে দেয়। নিয়মিত সেনাদের মুজাহিদিনের ছদ্মবেশে পাঠিয়ে সংঘর্ষকে হিমালয়ের ওপারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা। এই ঘটনা তাদের প্রতারণার একটি বড় উদাহরণ।”
কারগিল বিজয় দিবস শুধুমাত্র ইতিহাসকে স্মরণ করা নয়, ভবিষ্যতের জন্যও প্রেরণার উৎস— এদিন এই বার্তাই দেন চৌহান। তিনি বলেন, “আমাদের প্রতিপক্ষ বারবার আমাদের দৃঢ়তার পরীক্ষা নেবে। কিন্তু কারগিলের উত্তরাধিকার আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক প্রস্তুতি এবং অটল সাহস রয়েছে আমাদের সেনাবাহিনীর মধ্যে। অপারেশন সিঁদুরের সাফল্যেও সেটা প্রমাণিত হয়েছে।”
দেখুন আরও খবর: